ফরিদপুর চিনিকলে ৫ দফা দাবি বাস্তবায়নের ফটক সভা
ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত : ০১:৫৯ পিএম, ২১ নভেম্বর ২০২০ শনিবার

ফরিদপুর চিনিকলে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মিলের প্রধান গেটের সামনে এক শ্রমিক সমাবেশ এর আয়োজন করা হয় শ্রমিক সমাবেশে শ্রমিক ও আখ চাষী নেতৃবৃন্দ ৫ দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে ১চিনিকলে নিয়োজিত কর্মচারীদের ৫/৬ মাসের বকেয়া বেতনসহ সকল পাওনা আদি এবং অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী গ্র্যাচুইটির টাকা পরিশোধ করতে হবে। ২ চিনিকল বদ্ধের প্রক্রিয়া বাতিল করতে হবে। ৩ আসন্ন মাড়াই মৌসুম (২০২০-২১) পূর্বে যাবতীয় মালামাল সরবরাহ করতে হবে।
৪ আখ উৎপাদন এর স্বার্থে সার বীজ ও কীটনাশক সহ জরুলি উপকরণসমূহ সরবরাহ করতে হবে। ৫ চাষীদের মূল্য পরিশোধ করতে হবে। উপরোক্ত দাবি আগামী ৭ দিনের মধ্যে না মানলে বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন কর্মচারী ফেডারেশন বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে যার দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। ফরিদপুর চিনিকল এর সভাপতি মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজল বসুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখে,সাবেক শ্রমীক নেতা মোঃ নজরুল ইসলাম, শ্রমজীবী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল হক ,আখ চাষী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুজ্জামান বাবলু সাবেক সভাপতি মোঃ আকরাম হোসেন খান আখ চাষী নেতা ওসমান গনি মোল্লা, আব্দুল হাই বাঁশি, শ্রমজীবী ইউনিয়নের সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল বারী, শ্রমীক-কর্মচারী পরিষদের সভাপতি বাবু সুভাষ রায় ,সাবেক শ্রমিক নেতা আবুল বাশার, মোঃ উজ্জ্বল শেখ, মোহাম্মদ শাহিন মিয়া প্রমুখ ।