অনিয়মে শাস্তি পেল ৩৭ হজ এজেন্সি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৫:২৭ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

অনিয়মে শাস্তি পেল ৩৭ হজ এজেন্সি
বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৭ সালে হজ কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ ও সৌদি আরবে অনিয়মের অভিযোগের তদন্ত শেষে চূড়ান্তভাবে ৩৭ হজ এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে ধর্ম মন্ত্রণালয়।
সোমবার ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (হজ) এম আরিফ আবদুল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
জামানত বাজেয়াপ্ত, হজ লাইসেন্স বাতিল, স্থগিত, সর্বনিম্ন ১ লাখ থেকে ১৫ লাখ টাকা আর্থিক জরিমানা, হজযাত্রীদের টিকিটের টাকা ফেরত ও নির্দিষ্ট ব্যক্তিকে সব রকমের কার্যক্রম থেকে বিরত থাকাসহ নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।