ক্রিড়া প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় আব্দুল্লাহ আল মামুন মন্ডল
গাজীপুর ব্যুরো
প্রকাশিত : ০৭:২৩ পিএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার

গাজীপুর ২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এম পির সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন গাজীপুর সিটি কর্পোরেশন এর মেয়র পদপ্রার্থী মোঃ আব্দুল্লাহ আল-মামুন মন্ডল।
গত শনিবার সংসদের পক্ষ থেকে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এম পির নমুনা সংগ্রহ করা হয়। সংসদ মেডিকেল সেন্টারের ডা. মো. জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল যাদের নমুনা নেয়া হয়েছে তাদের মধ্যে শুধু একজন এমপি করোনা পজেটিভ।
এ ব্যাপারে গাসিক মেয়র পদপ্রার্থী মোঃ আব্দুল্লাহ আল-মামুন মন্ডল বলেন আমাদের সকলের প্রিয় নেতা প্রিয় অভিভাবক গাজীপুর তথা সারা বাংলার যুব সমাজের অহংকার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি ভাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তার দ্রুত সুস্থতা কামনা করছি দেশবাসীর কাছে তার সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করছি।