অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত
প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ১৫ নভেম্বর ২০২০ রোববার

নিহত রিপন খান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশাঙ্গলের বাউমহল গ্রামের মৃত চাঁন খানের ছেলে।
স্থানীয় বাসিন্দা মো. খবির হাওলাদার জানান, রোববার সকাল ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বোয়ালিয়া বাজারের ব্রিজের ঢালে সড়ক পার হচ্ছিলেন রিপন। এ সময় বরিশালগামী একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী রিপন খান মারা যান।
বাকেরগঞ্জ ওসি মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে।