কোনাপাড়ায় বৈদ্যুতিক বাতি উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ০৭:৫৯ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

কোনাপাড়ায় বৈদ্যুতিক বাতি উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়ায় বৈদ্যুতিক বাতি উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ৪টা ২০মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিস খবর পেয়ে বিকেলে ৪টা ৫০মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট কাজ করছে। আরটিভি নিউজকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণে কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি বলেন, ১০ তলা পাশা টাওয়ারের ৫ তলা ৬ তলা ও ৭ তলায় আগুন ছড়িয়ে পড়েছে। সেখানে ১৩টি ইউনিট কাজ করছে। ওই বৈদ্যুতিক বাতি উৎপাদন কারখানার ৬ তলায় আগুনের সূত্রপাত হয়।