গাংনীতে প্রকাশ্যে দেবরের হাতে ভাবী খুন
গাংনী(মেহেরপুর)সংবাদদাতা
প্রকাশিত : ০৪:০৫ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার
গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে প্রকাশ্যে দেবরের হাতে মালা খাতুন (৩২) নামের এক নারী খুন হয়েছেন। নিহত মালা ছাতিয়ান গ্রামের চেরাগীপাড়ার ইকরাম আলীর স্ত্রী। হত্যাকারী দেবর আকরাম হোসেন একই পাড়ার সোলায়মান হোসেনের ছেলে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ছাতিয়ান চেরাগীপাড়ার নিজ বাড়িতে প্রকাশ্যে দিবালোকে এই হত্যার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান বৃহস্পতিবার সকালের দিকে আকরাম হোসেন স্ত্রীর অবর্তমানে তার দু’শিশু পুত্রকে মারধর করছিল। আকরামের বাবা সোলায়মান হোসেনে বাধা দিতে গেলে, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় তার ভাবী মালা খাতুন মারধরে বাধা দিতে যায়। ক্ষিপ্ত হয়ে মাদকাসক্ত আকরামের কাছে থাকা হাসুয়া দিয়ে ভাবী মালার পেটে কোপ দেন। ওই আঘাতে তার পেটে নাড়ি-ভুড়ি বেরিয়ে গুরুতরভাবে জখম হনস্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মালাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
হত্যাকারী আকরাম হোসেনের বাবা সোলাইমান জানান, আকরাম একজন মাদকাসক্ত। এ কারনে কিছুদিন পুর্বে তার স্ত্রী বাড়ি ছেড়ে চলে যায়। সে প্রায়ই বাড়ির সকলকে নির্যাতন করে থাকে। আজ সকালে সে নিজের পুত্র সন্তানদের মারধর করছিল। আমি ঠেকাতে গিয়ে হামলার শিকার হই। পরে আমার বড় ছেলের স্ত্রী মালা খাতুন ঠেকাতে গিয়ে আকরামের হাসুয়ার আঘাতে মারা যায়।
এদিকে খবর পেয়ে গাংনী থানার ওসি ওবাইদুর রহমান,তদন্ত ওসি সাজেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, ঘাতক আকরাম হোসেন পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে থানায় নেয়ার প্রক্রিয়া চলছে।
