শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জন
বিনোদন ডেস্ক
প্রকাশিত : ০২:২৮ পিএম, ৩ নভেম্বর ২০২০ মঙ্গলবার

টালিউডে আবারও গুঞ্জন। শোনা যাচ্ছে, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় বিয়ে ভেঙে যাচ্ছে।
ভারতীয় গণমাধ্যমে শ্রাবন্তীর স্বামী রোশান সিং জানিয়েছেন, ‘দশমীর প্রায় ১০ দিন আগে থেকেই আমি আর শ্রাবন্তী আলাদা থাকছি ৷’
তবে এই আলাদা থাকার কারণ স্পষ্টভাবে জানাননি রোশান। শুধু জানিয়েছেন, পূজাতে তারা আলাদা ছিলেন।
শ্রাবন্তী ও রোশানের বিয়ের এক বছর এক বছরে হয়েছে সম্প্রতি। বেশ বড় আয়োজন করে বিবাহবার্ষিকী করার প্ল্যানও ছিল তাদের। তবে করোনার কারণে, তা স্থগিত হয়ে যায়। শ্রাবন্তী ও রোশানের জন্মদিনে একই দিনে হওয়ায় জন্মদিনটা বড় করেই সেলিব্রেট করেন তারা। কিছুদিন আগে রোশানের নতুন জিমের উদ্বোধনেও শ্রাবন্তী উপস্থিত ছিলেন। তাহলে হঠাৎ এমন কী হলো, যার জন্য এরকম আলাদা থাকার সিদ্ধান্ত?
ঠিক কী কারণে তাদের আলাদা থাকার সিদ্ধান্ত তা স্পষ্ট নয়। শ্রাবন্তীর ইনস্টাগ্রাম থেকেও তাদের যৌথ ছবি নিখোঁজ হয়েছে।
উল্লেখ্য, ২০০৩ সালে মাত্র ১৬ বছর বয়সে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই দম্পতির ঝিনুক নামে এক ছেলে রয়েছে। সম্পর্কে অবনতি হবার পর শ্রাবন্তী রাজীবকে ডিভোর্স দেন। এরপর তিনি কৃষাণ বিরাজ নামক এক মডেলকে বিয়ে করেন। সেই বিয়েও টেকেনি। তারপর শ্রাবন্তী ২০১৯ সালে রোশন সিং কে বিয়ে করেন।