ঈদে মিলাদুন্নবী: রাজধানীতে জশনে জুলুস শোভাযাত্রা
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ০৩:২১ পিএম, ৩০ অক্টোবর ২০২০ শুক্রবার

রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুস শোভাযাত্রা ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারির উদ্যোগে শুক্রবার সকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে জশনে জুলুস শোভযাত্রাটি বের হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডার দরবার শরিফের ইমাম পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজের প্রেসিডেন্ট শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন্ আহমদ আল্-হাসানী এই জশনে জুলুস শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বিপুলসংখ্যক মানুষ নেন। জশনে জুলুস শোভাযাত্রা ও সমাবেশ থেকে ফ্রান্সে মহানবীর (সা.) অবমাননার প্রতিবাদ জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ইসলাম শান্তির ধর্ম। কোনো ধর্মের অনুসারীরাই তাদের ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননা মেনে নিতে পারে না। তাই মুসলিম হিসেবে মহানবীর (সা.) অবমাননা আমরা কীভাবে মেনে নেব?
এ সময় অন্য ধর্মবিশ্বাসের ওপর আঘাত না করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, এসব অপশক্তির বিরুদ্ধে দেশে দেশে শান্তিকামী মানুষের জাগরণ ঘটাতে হবে।