মঙ্গলবার   ২০ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৫ ১৪৩২   ২২ জ্বিলকদ ১৪৪৬

জাপার প্রার্থী তালিকা প্রকাশ সোমবার, আসছে চমক

নিউজ ডেস্ক

কক্সবাজার সৈকত

প্রকাশিত : ০৩:৪১ এএম, ২৬ নভেম্বর ২০১৮ সোমবার

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে জাতীয় পার্টির মননোয়ন নিশ্চিত হওয়া প্রার্থীদের তালিকা।
সোমবার বিকেল ৩টায় পার্টি চেয়ারম্যান এর বনানী অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপার প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এতে বক্তব্য রাখবেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। পার্টির একটি সূত্র জানিয়েছে ওই সংবাদ সম্মেলনে জাপার কো চেয়ারম্যান জিএম কাদেরসহ পার্টির শীর্ষনেতার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

পার্টির আরেকটি সূত্র জানায়, ওই সংবাদ সম্মেলন থেকে দল ও নির্বাচন পরিচালনায় নতুন কোনো চমক আসতে পারে। নাম প্রকাশে পার্টির এক প্রেসিডিয়াম সদস্যও চকমের কথা স্বীকার করে বলেন, জাতীয় পার্টিকে কেউ যদি খাটো করে দেখন, তাহলে ভুল করবেন। জাপা ক্ষমতায় যাওয়ার ক্ষমতা রাখে। ক্ষমতায় নেয়ার ক্ষমতাও কম নয়। তিনি বলেন, চমক অন্যরা দেয়, এবার আমরাও দেবো।

নাম প্রকাশে অনিচ্ছুক চেয়ারম্যান অফিসের এক কর্মচারি জানান, শিগগিরই পার্টিতে আসছে ব্যাপক পরিবর্তন। সেই সঙ্গে প্রার্থী তালিকায়ও আসছে চমক। পার্টির চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিচ্ছেন, তাতে তৃণমূল নেতাকর্মী আরো চাঙ্গা হবেন। দীর্ঘ মেয়াদি পরকল্পনা নিয়ে জাপা এগিয়ে যাচ্ছে বলে জানা তিনি।