মঙ্গলবার   ২০ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৫ ১৪৩২   ২২ জ্বিলকদ ১৪৪৬

সর্বমোট ৫০টি আসন ছাড়ছে বিএনপি

নিউজ ডেস্ক

কক্সবাজার সৈকত

প্রকাশিত : ০৩:৩৩ এএম, ২৬ নভেম্বর ২০১৮ সোমবার

জাতীয় ঐক্যফ্রন্ট ও শরীকদের মধ্যে আসন সমঝোতা প্রায় চুড়ান্ত করেছে দীর্ঘদিন ক্ষমতা ও সংসদের বাইরে থাকা দল বিএনপি। জানা গেছে, জাতীয় ঐক্যফ্রন্ট, সুশীলসমাজ ও অন্যান্য শরীকরাসহ সর্বমোট ৫০ টি আসনে ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

গেলো কয়েকদিন দফায় দফায় বৈঠক আর দরকষাকষির পর রোববার রাতে চূড়ান্ত করা হয়েছে শরিকদের আসন বন্টনের হিসেব-নিকেষ।

সরকারি দলের প্রার্থীদের মাঠের অবস্থান বিচার-বিশ্লেষণ ও বিভিন্ন বিষয়ে নানামুখী হিসেব-নিকেষের পর শরিকদের নির্ধারিত আসনে ছাড় দেয়ার চুড়ান্ত সিদ্ধান্ত নেয় বিএনপি। তবে যে আসনগুলোতে বিএনপির প্রার্থীদের অবস্থান ভালো সেসব আসনে কোনোভাবেই ছাড় দিতে রাজি নয় তারা।

সূত্র থেকে জানা গেছে, অপেক্ষাকৃত দূর্বল প্রার্থী অথবা বির্তকিত ব্যক্তিকে এড়িয়ে জোট শরিকদের সন্তুষ্ট করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক রোববার রাতে গুলশানে বৈঠকে অংশ নেয়া একাধিক ২০ দলীয় জোটের শীর্ষ নেতা বলেন, অনেক দরকষাকষির পর বিএনপি সর্বমোট ৫০টি আসনে ছাড় দিতে রাজি হয়েছে। যার মধ্যে জামায়াতসহ ২০ দলীয় জোটেকে ৩০ টি আসন এবং সুশীল সমাজসহ জাতীয় ঐক্যফ্রন্টকে ২০টি আসন ছাড় দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

আসন চুড়ান্ত অনুযায়ী তালিকায় থা শরীকরা হলেন-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর (জামায়াত) ২০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ২টি, জমীয়তে ইসলামীর দু অংশের ৩টি, জাতীয় পার্টি (কাজী জাফর) ২টি, ন্যাশন্যাল পিপলস পার্টির (এনপিপি) ১, মুসলীম লীগের ১টি ও ডি এল এর ১টি আসন।

অপরদিকে, সুশীল সমজের জন্য রাখা হয়েছে ৫টি আসন। আর জাতীয় ঐক্যফ্রন্টকে দেয়া হয়েছে ১৫টি আসন।

যার মধ্যে রয়েছে গণফোরাম ৮টি, নাগরিক ঐক্য ৩টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ৩ ও সুলতান মোহাম্মদ মুনসুরকে ১টি আসন দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

মনোনয়ন প্রসঙ্গে জানতে চাইলে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বৈঠকে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জোটের সব সিদ্ধান্তই মেনে নিতে সব সময় প্রস্তুত আছি। আশাকরি মনোনয়ন পাবো। তবে জোটের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।