শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

অভিমানী - সাজেদা পারভিন সাজু

প্রকাশিত : ১২:১২ পিএম, ২৫ অক্টোবর ২০২০ রোববার

ভিমানী

সাজেদা পারভিন সাজু

 

মাঝে মাঝে কি জানি কি হয়
আকাশকে বলেছি আজ
সারাদিন এমন কেন আছো?
বললো সে আমায়
বৃষ্টি কয়েকটি দিন
তার কাছেই থাকতে চায়।
আরো বললো সে আমায়
নীলিমা সে বড় অভিমানী
ডেকেও তাকে কাছে নাহি পাই।
দু’জনের এই রেশারেশি
রবে কি চিরকাল এই নিয়মই
কাউকে একান্তে নাহি পাই!!