মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫   আষাঢ় ৩০ ১৪৩২   ১৯ মুহররম ১৪৪৭

চাঁদনি চকের বলাকা মার্কেটে আগুন

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ২১ অক্টোবর ২০২০ বুধবার

রাজধানীর চাঁদনি চকের বলাকা মার্কেটে আগুন লেগেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

আজ বুধবার বেলা আড়াইটার দিকে মার্কেটে আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, আগুনের সূত্রপাত ১:২৫ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ করছে।

তিনি জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের শিখা নিয়ন্ত্রণে এসেছে কিন্তু এখনো ধোঁয়া বের হচ্ছে।