শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

সৃজিত-মিথিলাকে উপহার পাঠালেন মমতা

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৬:১৩ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

শুরু হয়ে গেছে দুর্গাপূজার উৎসব আমেজ। করোনাকালীন এই সময়েও অনেকে মাস্ক পরে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন আবার অনেকেই বাড়ি থেকে ভার্চুয়াল প্রতিমা দর্শন করার সুযোগ নিচ্ছেন।

দুর্গাপূজা উপলক্ষে নতুন পোশাক উপহার পেয়েছেন জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি ও তার স্ত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। আর উপহারটি পাঠিয়েছেন দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই ছবি টুইটারে শেয়ার করেছেন মিথিলা। দিয়েছেন ধন্যবাদও।

মিথিলার শেয়ার করা ছবিতে দেখা যায়- তার জন্য একটি নীল রঙের শাড়ি আর সৃজিতের জন্য একটি লাল রঙের পাঞ্জাবী উপহার হিসেবে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী।
 
এর আগে, করোনাকালে লকডাউন যখন ঘোষণা হয়েছিল সেই সময় বাংলাদেশে ছিলেন মিথিলা। পরে ভারত-বাংলাদেশের মধ্যে বিমান চলাচল শুরু হলে কলকাতার শ্বশুরবাড়ি যান তিনি। সেই সুবাদে কলকাতায় মিথিলার এটাই প্রথম দুর্গাপূজা।