মাদারগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন!
শারমিন আক্তার, জামালপুর
প্রকাশিত : ০৪:১৮ পিএম, ১৪ অক্টোবর ২০২০ বুধবার
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়োইচুড়া ইউনিয়নের মহিষবাথান দক্ষিন দহের পাড় এলাকার "আজাহার মিয়া,পিতা মুতালেব মিয়া,মাতা আন্জুয়ারা" র বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকা মোছাঃ সীমা(১৯) পিতা আমিনুর,গুনারিতলা ইউনিয়নের বাকুরচর এলাকা প্রেমিক আজাহারের বাড়িতে প্রেমিকার অনশন করছেন।প্রেমিক আজাহার বর্তমানে পলাতক।প্রেমিক আজাহারের বাবা মায়ের প্রেমিকা সীমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পাঁয়তারা করছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
