মঙ্গলবার   ১৩ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৫ জ্বিলকদ ১৪৪৬

নারী ফুটবল দলে খেলতে পারেন জাপানের সুমাইয়া

প্রকাশিত : ০৩:১১ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

জাপানে জন্ম হলেও বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে ফুটবল খেলার স্বপ্ন মাতসুশিমা সুমাইয়ার। বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটনেরও পছন্দ হয়েছে এই নারী ফুটবলারের খেলা। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাকে বাফুফে ভবনে ডেকে আলোচনাও করেছেন ছোটন।

সুমাইয়ার বয়স ২০ হয়ে যাওয়ায় এখন তাকে কেবল জাতীয় দলেই নেয়া সম্ভব। তাই এরপর যখন সিনিয়র মেয়েদের আবাসিক ক্যাম্প শুরু হবে, তখন সুমাইয়াকে ডাকার বিষয়টি অনেকটাই নিশ্চিত।

সুমাইয়ার বাবা বাংলাদেশের মাসুদুর রহমান এবং মা জাপানের মাতসুশিমা তমোমি। দুই বছর বয়সে বাংলাদেশে এসেছিলেন মাতসুশিমা। শৈশব থেকেই তিনি ফুটবলের প্রতি অনুরাগী।

২০ বছর বয়সী সুমাইয়া সি ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলে ‘এ’ লেভেলে লেখাপড়া করছেন। ২০১৮ সালে এই স্কুলের একটি ফুটবল দলের নেতৃত্ব দিয়েছিলেন আন্তঃইংলিশ মিডয়াম স্কুল ফুটবল টুর্নামেন্টে। তার দল সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল, সেরা খেলোয়াড় হয়েছিলেন সুমাইয়া। তিনি এখন আইএমসি স্পোর্টিং একাডেমিতে খেলছেন।