৩ ওভার যেতেই বৃষ্টির হানা
প্রকাশিত : ০৩:৪২ পিএম, ১১ অক্টোবর ২০২০ রোববার

খেলা শুরুর আগেও টিপ টিপ বৃষ্টি ছিল। বৃষ্টিতে টসের আগে প্রায় ১৫ মিনিট পিচ কভারে ঢাকা ছিল। খেলা শুরুর পর ১৫ মিনিট না যেতেই আবার বৃষ্টির উপদ্রব। তবে ভারি বর্ষণ নয়।
মাহমুদউল্লাহ একাদশ ৩ ওভার ব্যাটিং করতেই ঝিরিঝিরি বৃষ্টিতে খেলা বন্ধ। কোনো উইকেট না হারিয়ে ১৭ রান তুলেছে মাহমুদউল্লাহ একাদশ। নাইম শেখ ৯ ও লিটন দাস ৭ রান নিয়ে আবার ব্যাট করতে নামবেন।
এর আগে মেঘলা আকাশের কারণে যথাসময়ে টস হওয়া নিয়ে শঙ্কা ছিল যথেষ্ঠই। তবু কয়েক মিনিটের বেশি দেরি হয়নি বিসিবি প্রেসিডেন্টস কাপের উদ্বোধনী ম্যাচের টস।
যেখানে কয়েন ভাগ্যে জয়লাভ করেছেন নাজমুল শান্ত একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি আগে ব্যাট করতে আমন্ত্রণ জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন মাহমুদউল্লাহ একাদশকে।
খেলাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেইজ ও বিসিবি লাইভ নামক ইউটিউব চ্যানেলে।
মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।
নাজমুল হোসেন শান্ত একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহীম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, আলআমিন হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাইম হাসান, রিশাদ হোসেন।