মেঘবালিকা - সাজেদা পারভিন সাজু
কবিতা
প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ৮ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

মেঘবালিকা
শোন মেয়ে, তুমি হইওনা কভু মেঘবালিকা
দখিনা বাতাস তোমায় উড়িয়ে নেবে অন্য প্রান্তে ।
শোন মেয়, তুমি হইওনা কভু মেঘ বালিকা
সূর্য তোমায় ঝলসিয়ে দেবে প্রচন্ড তাপদাহে ।
শোন মেয়ে, তুমি হইওনা কভু মেঘবালিকা
অমাবশ্যার চাঁদ আঁধারে দেবে ঢেকে ।
শোন মেয়ে, হইওনা কভু মেঘবালিকা
কালো মেঘ বৃষ্টি ঝরিয়ে তোমায় নি:শেষ করবে ।
শোন মেয়ে, হইওনা কভু মেঘবালিকা
রাশি রাশি নীলের ভীড়ে নিজেকে ফেলবে হারিয়ে
শোন মেয়ে, একবার দেখো ভেবে
আজন্ম তুমি এমনই রবে ?
না, দৃপ্ত পায়ে হেঁটে আসবে
আমার হৃদয়ের গহিনে !!