টঙ্গীতে ধর্ষণের প্রতিবাদে ছাত্রলীগের আলোক প্রজ্জ্বলন কর্মসূচি
গাজীপুর ব্যুরো
প্রকাশিত : ০১:২৭ পিএম, ৮ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

সম্প্রতি টঙ্গী থানা ছাত্রলীগ, গাজীপুর মহানগর শাখার উদ্যোগে গাজীপুর টঙ্গীর আওয়ামী ও সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ের সামনে ধর্ষণের প্রতিবাদে মোমবাতি জ্বালিয়ে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়।
বুধবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় উক্ত আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়।
ধর্ষণ এক ধরনের সন্ত্রাস তাই ধর্ষণের সাথে জড়িত কোনো অপরাধীকে কখনো যেন ন্যূনতম ছাড় দেয়া না হয়, নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনা সহ সকল ধর্ষণের ঘটনায় সম্পৃক্তদের দ্রুত গ্রেফতার ও বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে উক্ত আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়।
উক্ত ধর্ষণবিরোধী আলোক প্রজ্জ্বলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সহকার বাবু, ৪৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহজাদা সেলিম লিটন প্রমুখ
এ ব্যাপারে ৪৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহজাদা সেলিম লিটন বলেন সারা দেশব্যাপী ধর্ষণ, নারী নির্যাতন এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে ও এ সকল ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের নির্দেশ মোতাবেক টঙ্গী থানা ছাত্রলীগ, মহানগর শাখার উদ্যোগে এই আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়।