পুলিশের তাড়া খেয়ে প্রাণ গেল কলেজ শিক্ষকের
প্রকাশিত : ০৮:১৯ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার

বগুড়ার শেরপুরে বাঙালি নদীতে নৌকায় জুয়ার আসর থেকে পুলিশ সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার প্যানেল মেয়রসহ চারজনকে গ্রেফতার করেছে। এ সময় নদী সাঁতরে পালাতে গিয়ে আবদুল হাই নামে এক কলেজ প্রভাষক নিখোঁজ হন। পরে তার লাশ উদ্ধার করে পুলিশ।
বুধবার বিকালে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সুঘাট বাজার এলাকায় নদী থেকে আবদুল হাইয়ের (৩৪) লাশ উদ্ধার করেছে। তিনি সিরাজগঞ্জের কাজিপুরের হরিণাথপুর কলেজের প্রভাষক ছিলেন।
মঙ্গলবার রাতে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের আওয়ালাকান্দি গ্রামে বাঙালি নদীতে এ ঘটনায় জুয়ার সরঞ্জাম ও টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে চার জুয়াড়ির বিরুদ্ধে এসআই ওসমান গণি জুয়া আইনে মামলা করেছেন। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জের দিয়ারা গ্রামের আয়নাল হকের ছেলে কাজিপুর পৌরসভার প্যানেল মেয়র তাছির উদ্দিন (৫০), বগুড়ার ধুনট উপজেলার চান্দিয়ার গ্রামের আজিজ শেখের ছেলে আল হেলাল (৩৮), শেরপুর উপজেলার দত্তপাড়ার মৃত অনিন্দ্রনাথ তাম্বুলীর ছেলে মানিক তাম্বুলী (৩৬) ও একই উপজেলার আওলাকান্দি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে শেরপুর উপজেলার আওলাকান্দি গ্রামে বাঙালি নদীতে একটি নৌকায় জুয়ার আসর বসে। গোপনে খবর পেয়ে রাত ৯টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। নৌকা থেকে প্যানেল মেয়রসহ চার জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এ সময় দুজন নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার দিয়ে পালিয়ে যান।
শেরপুর থানার এসআই ওসমান গণি জানান, নৌকা, নগদ ৩৩ হাজার ৪৬০ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, আওলাকান্দি গ্রামে নৌকায় জুয়ার আসর থেকে নদীতে ঝাঁপ দেয়া কলেজ শিক্ষক আবদুল হাইয়ের লাশ ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সুঘাট বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। রাজশাহী থেকে আসা ডুবুরিরা বুধবার বিকাল ৪টার দিকে লাশটি উদ্ধার করেন। পরে পুলিশের মাধ্যমে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, জুয়ার আসর থেকে পালিয়ে যাওয়া একজন নিখোঁজের কথা শুনেছেন। তার ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। জুয়াড়িদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গ্রেফতার চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।