মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫   ভাদ্র ৩ ১৪৩২   ২৪ সফর ১৪৪৭

নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার

আমতলী পৌরসভার বকুলনেছা মহিলা কলেজ সড়কের সোহেল মিয়ার সাত বছরের শিশুকন্যা মায়েদার নিখোঁজের একদিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে স্থানীয়রা চাওড়া কালিবাড়ী খাল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার রাজারহাট গ্রামের ফারুক হোসেন ২০১৫ সালে শিশুকন্যা মায়েদাসহ মজিরুন্নেছাকে বিয়ে করেন। ওই সময় থেকে শিশুকন্যাকে ফারুক লালনপালন করে আসছেন। গত ২০ দিন পূর্বে ফারুক ডেকোরেটর কাজে আমতলীতে আসেন। পরে বকুলনেছা মহিলা কলেজ সড়কে লতিফ মোল্লার বাসা ভাড়া নেন। ওই বাসায় স্ত্রী মজিরুন্নেছা, শিশু কন্যা মায়েদা ও পুত্র শিশু ফরহাদকে নিয়ে বসবাস করে আসছেন।

মঙ্গলবার সকালে শিশু মায়েদা মা মজিরুন্নেছার সাথে বাসার পাশে চাওড়া কালীবাড়ি খাল পাড়ে যায়। শিশুকন্যা মায়েদা ও দুই বছরের শিশুপুত্র ফরহাদকে রেখে মা ওয়াশরুমে প্রবেশ করেন। ওই ফাঁকে শিশু মায়েদা প্রবহমান খালে পড়ে যায়। মা ওয়াশরুম থেকে বের হয়ে মায়েদাকে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে।
ঘটনার সময় পালিত বাবা ফারুক হোসেন কাজের সন্ধানে বাইরে ছিলেন। পরে খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার চেষ্টা চালায় কিন্তু তারা ব্যর্থ হয়। ওই দিন বিকালে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি বাহিনী ঘটনাস্থলে আসে। দীর্ঘ চার ঘণ্টা চেষ্টা চালিয়ে তারাও ব্যর্থ হয়।
শিশুর পালিত বাবা মো. ফারুক হোসেন কান্নাজনিত কন্ঠে বলেন, মায়েদাসহ ওর মাকে আমি বিয়ে করেছি। গত পাঁচ বছর ধরে ওকে আমি নিজের মেয়ের মতো লালন-পালন করে আসছি। ওর বাবার নাম মো. সোহেল হাওলাদার।

আমতলী থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।