রোববার   ১৮ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ২০ জ্বিলকদ ১৪৪৬

৯ খালের আবর্জনা নিয়ে ডিএনসিসি’র ব্যতিক্রম প্রদর্শনী

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ০৩:৪২ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার

ঢাকা উত্তর সিটি করপোরেশন ৯টি খাল থেকে ভাঙা ফ্রিজ, টায়ার, স্যুটকেস, চেয়ার, ভাঙ্গা সোফা, পানির বোতল এবং ডাবের খোসার মতো আবর্জনা উদ্ধার করেছে ডিএনসিসি। বুধবার রাজধানীর মিরপুরে গোদাবাড়ি খাল পাড়ে উদ্ধার করা এসব আবর্জনা নিয়ে ব্যতিক্রমী এক প্রদর্শনীর আয়োজন ঢাকা উত্তর সিটি করপোরেশন।

এতে অংশ নেন মেয়র মো. আতিকুল ইসলাম। এ সময় তিনি বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রায় ৯টি খাল থেকে শতাধিক জাজিম, ২০০ ট্রাক ডাবের খোসা, টিভির খোলস, বালিশ, ভাঙা ফ্রিজ, স্যুটকেস, বালিশ, ভাঙা চেয়ার এবং কমোড উদ্ধার করা হয়েছে। তিনি নগরীর খাল উদ্ধারে কারো অপেক্ষায় থাকবেন না। খালগুলো উদ্ধার ও পরিষ্কার করতে বিভিন্ন সংস্থা থেকে বাধা আসলেও তিনি কাজ এ কাজ চালিয়ে যাবেন। গোদাবাড়ি এই খালের অবস্থা খুবই খারাপ ছিল।

আমরা পরিষ্কার করেছি। সব খাল পরিষ্কার করার দায়িত্ব আমরা নিয়েছি। আমরা বসে থাকবো না।

মেয়র বলেন, আমরা এডিস মশার সময় পার করেছি। সামনে কিউলেক্স মশার প্রকোপ আসছে। এসব খালের কচুরিপানার নিচে মশা থাকে। কাজেই এই খাল কার, কার দায়িত্ব পরিষ্কার করার, কেন করলো না? এখন আর এসবের অপেক্ষা আমরা থাকবো না। এর জন্য কোনো সংস্থা বা অডিট থেকে প্রশ্ন আসলে, এগুলোই আমাদের প্রমাণ ও আপনাদের করা ভিডিও দেখাতে পারবো। নগরবাসীর দুর্ভোগ লাঘবে আমরা এগুলা করে যাবো।

আতিকুল ইসলাম বলেন, এগুলো ওয়াসার কাজ। তাদের খাল পরিস্কার রাখার দায়িত্ব। তারা করছে ধীরগতিতে, তাদের ধীরগতির কাজ আমার হবে না।