ধর্ষণের প্রতিবাদে রাজধানীতে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশিত : ০১:২৬ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার

সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার প্রতিবাদে আজও রাজধানীর উত্তরায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরার বিভিন্ন স্পটে বিক্ষোভ করতে দেখা গেছে শিক্ষার্থীদের। এসময় ছাত্র-ছাত্রীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেন।
এদিকে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে।
এর আগে গতকাল মঙ্গলবার ও তার আগের দিন সোমবারও উত্তরায় বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষার্থীদের। আজ তৃতীয় দিনের মতো রাজপথে অবস্থান করছেন শিক্ষার্থীরা।