মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫   ভাদ্র ৩ ১৪৩২   ২৪ সফর ১৪৪৭

ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর ৫ বছরের জেল

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ০৬:২৮ পিএম, ৬ অক্টোবর ২০২০ মঙ্গলবার

জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণপুর গ্রামে ধর্ষণের মিথ্যা মামলা করার দায়ে রবিউল ইসলামের স্ত্রী মামলার বাদী মুন্নুজান বিবিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল সোমবার বিকেলে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী এক জনাকীর্ণ আদালতে এ রায় দেন। 
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি আসামি একই গ্রামের মারুফসহ চারজন যুবক বাদীর কন্যা অষ্টম শ্রেণির ছাত্রী মাদরাসায় যাওয়ার সময় তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এর পরের দিন বাদী জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন আদালতে  মামলা করলে বিচারক পুলিশকে মামলার তদন্ত করার নির্দেশ দেয়।
আদালতে আইনজীবীদের পাল্টাপাল্টি যুক্তিতর্ক এবং বাদী ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে এই মামলার আসামিদেরকে জব্দ করতেই এমন মিথ্যা মামলা করা হয়েছে।

ধর্ষণের এমন মিথ্যা মামলা করায় মুন্নুজানকে পাঁচ বছরের কারাদণ্ড ও একইসঙ্গে মারুফ হোসেনসহ বাকি আসামিদের এ মামলা থেকে অব্যাহতির আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।

এ মামলার বাদীপক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট দেলোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করেন।