মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫   ভাদ্র ৩ ১৪৩২   ২৪ সফর ১৪৪৭

কুড়িগ্রামে নারী-শিশু ধর্ষণসহ সকল অনাচার প্রতিরোধে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি :

প্রকাশিত : ০৫:৫২ পিএম, ৬ অক্টোবর ২০২০ মঙ্গলবার

কুড়িগ্রামে ধর্ষণ, নারী-শিশুর প্রতি সহিংসতা ও সকল প্রকার সামাজিক অনাচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম-উলিপুর রোডের ফুড গোডাউনের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। কুড়িগ্রাম সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, সুব্রতা রায়, নুর মোহাম্মদ আনছার, দেলোয়ার হোসেন, আক্তারুজ্জমান রাজু, কলি আক্তার ও অপু রায় প্রমুখ। বক্তারা দেশজুড়ে ধর্ষণ সহ নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। নারীর প্রতি সহিংসতাকারীর দৃষ্টান্ত মূলক শান্তির দাবি এই মানববন্ধন কর্মসূচীতে জানানো হয়েছে।