ধর্ষকের ফাঁসি দাবিতে মানববন্ধন করেছে কোনাবাড়ীর সাধারণ জনগণ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৩:১৭ পিএম, ৬ অক্টোবর ২০২০ মঙ্গলবার

তুই ধর্ষক-তোর বিচার নাই,নির্বিচারে ফাঁসি চাই। এমন দাবি জানিয়ে করেছে কোনাবাড়ী সর্বস্তরের সাধারন জনগন। দুপুরে কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে বিসিক ২ নম্বর গেট সংলগ্ন এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, নোয়াখালীতে নারী নির্যাতন ও সিলেট এমসি কলেজের এক নারীকে ধর্ষণসহ দেশে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। এর একমাত্র কারণ হলো ধর্ষকদের যথাযথ শাস্তি না হওয়া। ধর্ষণ এখন সামাজিক ব্যাধি। শিশুরাও এ ব্যাধি থেকে মুক্তি পাচ্ছে না। সরকার যদি ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করে তাহলে এ ধরনের অপরাধ বন্ধ হয়ে যাবে। ধর্ষণের কারণ হিসেবে মেয়েদের ব্যক্তি স্বাধীনতাকে দোষ দেওয়া হয়। ঘরের বাহিরে গেলে সবসময় মেয়েদের আতঙ্ক নিয়ে ঘুরে বেড়াতে হয়। তাদের ভাগ্যে কি হবে তারা নিজেরাও বলতে পারে না। তাই ধর্ষণের সাথে যারা জড়িত থাকবে তাদের সকলকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া দরকার।