এলএফজি প্রতিষ্ঠানে ছিনতাইয়ের ঘটনায় জড়িত প্রধান আসামি গ্রেফতার
গাজীপুর ব্যুরো
প্রকাশিত : ১২:১৩ পিএম, ৬ অক্টোবর ২০২০ মঙ্গলবার

গাজীপুর মহানগরের সদর থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় এল এফ জি প্রতিষ্ঠানে ছিনতাইয়ের ঘটনায় জড়িত প্রধান আসামি ওমর ফারুক ২৪ কে গ্রেপ্তার করেছে র্যাব-১।
আটককৃত ওমর ফারুক (২৪), পিতা- মৃত সােলেমান, মাতা-মােসাঃ ফাতেমা বেগম, সাং- বিপুর,থানা-ঠাকুরগাঁও সদর,জেলা-ঠাকুরগাঁও, বর্তমান ঠিকানা- সফিপুর (দেলােয়ার এর বাড়ীর ভাড়াটিয়া)
মামলার তথ্যসূত্রে জানা যায় উক্ত আটককৃত আসামি গত ৪ অক্টোবর ২০২০ইং তারিখ এ আনুমানিক সন্ধ্যা ৭:৩০ ঘটিকার সময় গাজীপুর মহানগরীর সদর থানাধীন চান্দনা চৌরাস্তায় অবস্থিত এল এফ জি সার্ভিস কোম্পানি লিমিটেড এর অফিসে প্রবেশ করে উক্ত অফিসের পরিচালক মােসাঃ রিনা বেগম এবং তার অফিসের কর্মচারী অনন্ত জুয়েল এর গলায় ধারালাে দেশীয় অস্ত্র দিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে এবং তাদের অফিসের বিভিন্ন জিনিসপত্র ভাংচুরসহ নগদ ৫০,০০০/-টাকা ছিনতাই করে নিয়ে যায় কতিপয় ছিনতাইকারী।
এ সংক্রান্তে এল এফ জি সার্ভিস কোম্পানী লিঃ এর পরিচালক মােসাঃ রিনা বেগম গাজীপুর মহানগরীর বাসন থানায় গত ৫তারিখ এ একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে র্যাব-১ জানায় উক্ত ছিনতাইকারীদের গ্রেফতারের জন্য ভিক্টিম র্যাব -১ এর নিকট আইনগত সাহায্য কামনা করলে র্যাব -১ দ্রুততার সাথে ছায়াতদন্ত শুরু করে এবং গােয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৫ অক্টোবর ২০২০ ইং তারিখ আনুমানিক দুপুর ০২ঃ৩০ ঘটিকায় র্যাব -১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত ছিনতাইয়ের ঘটনায় জড়িত কতিপয় ছিনতাইকারী গাজীপুর মহানগরীর সদর থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থান করতেছে৷ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে উক্ত ছিনতাইয়ের ঘটনায় জড়িত প্রধান আসামী মােঃ ওমর ফারুক কে গ্রেফতার করা হয়৷ এসময় ধৃত আসামীর নিকট হতে ০১ টি চাকু ও ০১ টি মােবাইল ফোন উদ্ধার করা হয়৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী বর্ণিত ছিনতাইয়ের ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করে।