টংগীতে ফেন্সিডিল সহ ২ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
গাজীপুর ব্যুরো
প্রকাশিত : ১২:০০ পিএম, ৬ অক্টোবর ২০২০ মঙ্গলবার

টংগীতে র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন চেরাগআলী দত্তপাড়া এলাকায় অভিযান চালায়।
৫ অক্টোবর ২০২০ ইং তারিখ আনুমানিক রাত ৮ঃ৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ২ জনকে মাদক ব্যবসায়ী কে আটক করতে সক্ষম হয় র্যাব,১) মঞ্জিলা আক্তার নুপুর (২৪), স্বামী- মৃত আরমান, সাং- দরগাপাড়া, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট, বর্তমান ঠিকানা- চেরাগআলী দত্তপাড়াস্থ বাসা নং- ১২১, থানা- টঙ্গীপূর্ব, জিএমপি, গাজীপুর, ও ২) মোসাঃ আমিনা খাতুন @ আমেনা (৩৭), স্বামী- মোঃ আনোয়ার হোসেন, ইশানপুর, মোল্লাপাড়া, থানা- কাহারল, জেলা- দিনাজপুর’দ্বয়কে গ্রেফতার করে।
র্যাব ১ জানায় এসময় ধৃত আসামীদের নিকট হতে ৬০ বোতল ফেন্সিডিল, এবং ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।