কুড়িগ্রামে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি :
প্রকাশিত : ০৫:২০ পিএম, ৪ অক্টোবর ২০২০ রোববার

কুড়িগ্রামের উলিপুরে আনাছ মিয়া (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের বাড়ী উলিপুর উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের মাদারটারী তেলিপাড়া গ্রামে। সে ওই গ্রামের সোহরাব আলীর ছেলে।
রোববার (৪ অক্টোবর) সকালে বাড়ির পাশে একটি গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানায়, এলাকাবাসী সকালে আনাছ মিয়ার মরদেহ গাছে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে এসে তার মরদেহ গাছ থেকে নামিয়ে তার বাড়িতে নিয়ে যায় পুলিশ।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য নুর মোহাম্মদ জানান, গত বছরের রমজান মাসে নিহত আনাছের বিয়ে হয়। বিয়ের পর থেকে সে কিছুটা অসুস্থ থাকায় তার স্ত্রী আনাছকে শারীরিক সুস্থতার জন্য চিকিৎসা করতে বলে ছেড়ে চট্রগ্রামে চলে যান। তার পরিবারের লোকজন তাকে সুস্থ করে তুলতে চিকিৎসা শুরু করেন। এরই মধ্যে শনিবার রাতে পরিবারের সবার অজান্তে বাড়ীর পার্শ্ববর্তী একটি গাছে রশি বেঁধে আত্ম হত্যা করেন আনাছ।
উলিপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ আতিকুর রহমান জানান, নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে তার বাড়িতে আনা হয়েছে। তার পরিবারের সাথে কথা বলে ধারনা করা হচ্ছে তিনি মানুষিক রোগী ছিলেন। সে কারনে তিনি আত্নহত্যা করে থাকতে পারেন।