টঙ্গীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
গাজীপুর ব্যুরো
প্রকাশিত : ০৮:১৩ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার

সম্প্রতি টঙ্গী থানা ছাত্রলীগ এর উদ্যোগে সিলেট এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় ছাত্রলীগকে জড়িয়ে জঙ্গি সংগঠন ছাত্রশিবির সহ স্বাধীনতা বিরােধী সংগঠনগুলাের অপরাজনীতির প্রতিবাদে এবং সাম্প্রতিক ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে টঙ্গী স্টেশন রোড আওয়ামী ও সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করা হয়,
আজ শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় বিক্ষোভ মিছিল করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির বাপ্পি, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুক্তার খলিফা, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু, ৪৬ নং ওয়ার্ড ছাত্রলীগ এর সভাপতি শাহজাদা লিটন, ৪৯ নং ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোমান দেওয়ান, টঙ্গী থানা ছাত্রলীগ নেতা কাজী চঞ্চল ,টঙ্গী থানা ছাত্রলীগ নেতা আকতার হোসেন, টংগী সরকারি কলেজ ছাত্রলীগ নেতা নিরব ইসলাম প্রমুখ।