শর্ট ফিল্ম নিয়ে ব্যস্ত পরিচালক মানিক খান
গাজীপুরঃ
প্রকাশিত : ০৯:০৩ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

নতুন শর্ট ফিল্ম নিয়ে ব্যস্ত সময় পার করছে জনপ্রিয় পরিচালক ও গণমাধ্যম ব্যক্তি এম আই মানিক খান। তার এই যাত্রায় সহযোগী হিসেবে আছেন জনপ্রিয় অভিনেত্রী পায়েল চৌধুরী জনপ্রিয় তারকা অভিনেতা সূর্য রাজ শুভ । আর তাদের সাথে আরও রয়েছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ভিলেন অভিনেতা গুলজার খান। বেশ কয়েকটি শর্ট ফিল্ম এর কাজ নিয়ে ব্যস্ত আছে এম আই মানিক খানের শুটিং ইউনিট। সম্প্রতি একদিনে বিভিন্ন ধরনের জীবনমুখী শর্ট ফিল্মমের কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানান পরিচালক গণমাধ্যম ব্যক্তিত্ব এম আই মানিক খান। আর এসব শর্ট ফিল্ম এর মধ্যে উল্লেখযোগ্য, ডাক্তার ম্যাডাম, চাচাতো বোনের বাসর রাত, আদরের দেবর, পাংকু বউ, পারবো না ভুলতে তোকে, স্বামীর ভালোবাসা পেলাম না।
এই শর্টফিল্ম গুলোর কাজ করার অনুভূতি জানতে চাইলে জনপ্রিয় অভিনেত্রী পায়েল চৌধুরী জানান এই ধরনের গল্পে কাজ করতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি এর আগেও এ ধরনের গল্পে কাজ করেছি। তাই চেষ্টা করছি দর্শকদের কথা মাথায় রেখে নিজের সেরাটুকু দেওয়ার জন্য। সম্প্রতি তার কাজ গুলোর মধ্যে রয়েছে জনপ্রিয় মুভি স্বপ্ন দেখে মন আর বাংলাভিশনে ধারাবাহিক নাটক জায়গীর মাস্টার। এছাড়াও নিয়মিত এ ধরনের শর্টফিল্মে কাজ করে যাচ্ছি।
এ বিষয়ে অভিনেতা সূর্য রাজ শুভর কাছে জানতে চাইলে তিনি বলেন জনপ্রিয় পরিচালক এম আই মানিক খানের সাথে এটা আমার প্রথম কাজ তাই চেষ্টা করছি নিজের সেরাটা দেওয়ার জন্য। দর্শক যাতে ভালো একটা গল্প পায় সেদিকে মাথায় রেখে কাজগুলো করছি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো গল্প উপহার দিতে পারি, অভিনেতার কাছে তার পূর্বের কাজ সম্পর্কে জানতে চাই তিনি আরো বলেন যে আমার মুক্তি অপেক্ষায় রয়েছে সন্তান কেন ভয়ঙ্কর এই নামে একটি মুভি আর এই মুভিতে কাজ করেছেন আমাদের সকলের প্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এর আগে আমি আরও বেশ কয়েকটি মুভিতে কাজ করেছি তারমধ্যে উল্ল্যেখযোগ্য একাত্তরের মা জননী ও চুপি চুপি প্রেম,বোবা কান্না সহ আরো অসংখ্য শর্ট ফিল্ম।
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা গুলজার খানের কাছে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন আমি অনেকদিন ধরেই মিডিয়াতে কাজ করছি চেষ্টা করেছি দর্শকদের চাহিদা সেরাটুকু দেবার। আর তারই ধারাবাহিকতায় ৯৯৫টি মুভিতে আমি কাজ করার সুযোগ পেয়েছি। বর্তমানে শর্ট ফিল্ম নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছি সামনে কিছু মুভির কাজ রয়েছে। আর এম আই মানিক খানের সাথে আমার ১০বছরের সম্পর্ক তার তৈরি অসংখ্য গল্পে আমি কাজ করেছি। আশাকরি সামনে আরো ভালো কাজ করতে পারব তার সাথে।
সর্বশেষ জনপ্রিয় পরিচালক ও গণমাধ্যম ব্যক্তি মানিক খান বলেন, এই ইউনিটে দুই একজন নতুন কাজ করছে আমার সাথে । আর বাকিরা সবাই আমার সাথে কাজ করার পূর্বের অভিজ্ঞতা রয়েছে আমার আশা করছি পুরাতন নতুন মিলিয়ে সবাই খুব ভালো কাজ করবে। বর্তমানে আমরা যেসব শর্ট ফিল্ম তৈরি করছি সবগুলাই দর্শকদের কথা মাথায় রেখে জীবনমুখী শর্ট ফিল্ম। আমাদের এই ইউনিটের প্রযোজক ওয়ান মিউজিক এর কর্ণধার ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুবেল খান। আর এ ইউনিটের সবাই আমাদের এই জার্নিতে সার্বিক সহযোগিতা করেছে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো ভালো গল্প উপহার দিতে পারি।