শরীয়তপুরে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় আহত ৩
নুরুজ্জামান শেখ, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৩:০৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রোববার

শরীয়তপুর ডামুড্যা উপজেলার ধান কাটি ইউনিয়ন পরিষদে মীমাংসা জনিত সালিশি বৈঠকে প্রতিপক্ষের দাঁড়া সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ২৫সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা মাগরিবের নামাজ বাদ আনুমানিক সারে ছয়টার টার সময ডামুড্যা উপজেলার ধান কাটি ইউনিয়ন পরিষদে পূর্বের বিবাদের মীমাংসা জনিতো সালিশি বৈঠকে জুরি বোর্ড দ্বারা সিদ্ধান্তের পূর্বে বিবাদের প্রতিপক্ষের দাঁড়া সন্ত্রাসী হামলার শিকার হয় । ওই হামলায় সালিশি বৈঠকে উপস্থিত থাকা গফুর মোল্লা (৫০) ,আবু তাহের মোল্লা (৪৫) সজল মোল্লা (২২) নামে তিনজন রক্তাক্ত জখম হয়।
মীমাংসা বৈঠকে উপস্থিত জনগণ আহত অবস্থায় ওই তিন ব্যক্তি কে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করে। গত ১৬সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে চর মালগাঁও মোল্লাকান্দির সখিনা বেগমের কাছে পাওনা টাকা চাওয়ায় কালু মোল্লা এবং তার স্ত্রী খাদিজা বেগম (২০) ৮ মাসের অন্তঃসত্ত্বা এর সাথে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে তুমুল মারামারি হয় ।এ ঘটনাকে কেন্দ্র করে কালু মোল্লা বাদী হয়ে শরীয়তপুর কোট আদালতে একটি অভিযোগ দায়ের করেন। পূর্বের উভয় পক্ষের দ্বন্দ্ব কে মীমাংসা করে দেওয়ার জন্য ধান কাঠি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার মকবুল বেপারী , চর মালগাও মোল্লাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল বেপারী (বিএসসি)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি দের কে নিয়ে ইউনিয়ন পরিষদে সালিশি বৈঠক বসা হয়। ওই বৈঠকে সালিশ হিসাবে শরীয়তপুর পরিবহন বাস মালিক সমিতির সদস্য গফুর মোল্লা (৫০) উপস্থিত থাকেন।
ওই শালিশী বৈঠকের জুরি বোর্ড কে অমান্য করে পূর্ব শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে অসৎ উদ্দেশ্যে মজিবর হাওলাদার, দেলোয়ার হাওলাদার, বাবলু হালদার, আবির হালদার ,রাজ্জাক মোল্লা, মাহফুজ মোল্লা, শাওন হাওলাদার, সখিনা বেগম সহ এই আটজন দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে হত্যার উদ্দেশ্যে গফুর মোল্লা ,আবু তাহের মোল্লা ,সজল মোল্লা কে হামলা করে। এই কর্মকাণ্ড ঘটিয়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। বৈঠকে উপস্থিত থাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ রক্তাক্ত জখম অবস্থায় আহতদেরকে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। এই আহত ব্যক্তিরা বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনাকে কেন্দ্র করে শফিকুল মোল্লা পিতা মৃত নয়ন মোল্লা বাদী হয়ে ডামুড্ডা থানায় ওই হামলাকারী ৮ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন।
ডামুড্ডা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন এ ঘটনাকে কেন্দ্র করে একটি অভিযোগ হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে মামলার প্রক্রিয়া চলছে।