শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

নিউইর্য়ক ও হাডসন - সাজেদা পারভিন সাজু

প্রকাশিত : ০৯:২৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২০ শনিবার

নিউইর্য়ক ও হাডসন

সাজেদা পারভিন সাজু

 

নিউইয়র্কের বুকের মাঝে
হাডসন এক নদী
যার সাথে আমি 
মাঝে মাঝে দেখা করি ।
দেখা হলে সে আমার
হাতটি ধরে বলে 
কেন আমি উদাস থাকি ? 
বলি তাকে তোমার পাশে 
যারাই আসে তাদের তুমি চেনো ? 
কেউ তোমাকে সুখ-দু:খ,
কেউ বা শোনায় প্রেম- বিরহ
তাতেই তুমি মত্ত থাকো ।
একটি কথা দাও যদি 
তবে তোমায় বলি
করো না প্রবঞ্চনা কারো 
বিশ্বাসের মর্যাদা তুমি রেখো ।
শুধু তাকে বলো দিও 
থাকবো আমি
তার সাথে
জোস্নাভেজা সেই রাতে !