গাংনীর পল্লীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশিত : ০৮:৩১ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
গাংনীর সীমান্ত পল্লী সহড়াতলা গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে শিশু আলিফ হোসেন (৬ ) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় সহড়াতলা গ্রামের ভিটাপাড়ার আয়তাল মহুরীর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। অনেক খোজাখুঁজির পর ফায়ার সার্ভিসের টিম বিকেল ৪ টার সময় অভিযান চালিয়ে পুকুর থেকে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আলিফ হোসেন সহড়াতলা গ্রামের জিল্লুর রহমানের ছেলে ও সহড়াতলা প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র।
স্থানীয়রা জানান, আলিফ বিকেল ৩ টার সময় বাড়ির পার্শ্বে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে গভীর পানিতে তলিয়ে গেলে সে আর উপরে উঠতে না পেরে নিখোঁজ হয়। অনেক খোজাখুজির পর নিখোজ আলিফের সন্ধান না পেয়ে বামন্দী ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের স্টেশন লিডার ইছাহক আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে আলিফের লাশ উদ্ধার করা হয়। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এব্যাপারে গাংনী থানার ওসি ওবাইদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
