বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২১২

১০০ টাকা চুরির অভিযোগে স্ত্রীকে খুন করল স্বামী!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ আগস্ট ২০১৯  

পকেট থেকে ১০০ টাকা চুরির অভিযোগে স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
রুবেল হোসেন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ আনেন প্রতিবেশীরা। ঘটনার পর অভিযুক্ত রুবেল পলাতক রয়েছেন।
শুক্রবার সকালে স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলার এ ঘটনা ঘটেছে বগুড়া শহরের নারুলী খন্দকারপাড়ার একটি বাড়িতে। নিহত গৃহবধূর নাম চামেলী বেগম (৩২)।
প্রতিবেশীরা জানান, শুক্রবার সকালে বাড়ির এক পরিত্যক্ত ঘরে চামেলী বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। এ সময় নিহতের স্বামীকে খোঁজ করেও পাননি তারা। পুলিশকে খবর দিলে, ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠান সদর থানা পুলিশ।

প্রতিবেশীদের দাবি, পকেট থেকে ১০০ টাকা চুরির অভিযোগে চামেলীকে তার স্বামী রুবেল মারপিট করে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে।
স্ত্রী চামেলীর সঙ্গে রুবেলের প্রায়ই ঝগড়া হতো ও স্ত্রীকে তিনি মারপিট করতেন বলে জানান প্রতিবেশীরা।
রুবেল মিয়া শহরের রাজাবাজারে কুলির কাজ করেন। তাদের সংসারে রাহাত (৯) ও রাফি (৩) নামে দুই সন্তান রয়েছে।

নিহতের বড় ছেলে রাহাত সাংবাদিকদের জানায়, বৃহস্পতিবার রাতে বাবা কাজ থেকে ফেরার পর তার পকেটে ১০০ টাকা নেই বলে চিৎকার করেন। একপর্যায়ে তিনি মাকে টাকা চুরির অপবাদ দেন। এ নিয়ে দুজনের ঝগড়া হলে মাকে মারপিট করে ঘর থেকে বের করে দেন বাবা। এর পর আমরা ঘুমিয়ে যাই। সকালে জানতে পারি মা মারা গেছেন।
সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, আশপাশের লোকজন এটিকে হত্যা দাবি করছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ওই গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযুক্ত রুবেলের খোঁজ করা হচ্ছে জানিয়ে রেজাউল করিম বলেন, মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরো খবর