বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৮

হিলিতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৫ টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০১৯  

হিলি স্থলবন্দরে হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের দাম। সোমবার (৩ সেপ্টেম্বর) প্রতিকেজি পেঁয়াজ ৩০ থেকে ৩২ টাকায় বিক্রি হলেও মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) তা বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৩৬ টাকা দরে। একদিনের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা।

ভারত থেকে বেশির ভাগ পেঁয়াজ আমদানি হয়ে থাকে দেশের দ্বিতীয় স্থলবন্দর হিলি দিয়ে। আমদানি বেশি হওয়ায় বন্দরের আশেপাশেই গড়ে উঠেছে অনেকগুলো পেঁয়াজের আড়ৎ। এখানে পেঁয়াজ কিনতে আসে দেশের বিভিন্ন স্থানের পাইকারেরা। আর ঈদের পর থেকেই বন্দরে পেঁয়াজের দাম নিয়ে বিপাকে পড়তে হচ্ছে পাইকারদের।

হিলি স্থলবন্দরের আমদানিকারক সাইফুল ইসলাম জানান, ভারতে পেঁয়াজের দাম বেড়েছে। সেই সাথে চাহিদার তুলনায় পেঁয়াজ কম আমদানি হওয়ায় দাম একটু বেড়েছে। আশা করছি দুই একদিনের মধ্যে পেঁয়াজ আমদানি বাড়লে বাজার আবার স্বাভাবিক হয়ে আসবে। এদিকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে না থাকায় বিপাকে পড়েছে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা। এতে করে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হচ্ছে পাইকারদের।

হিলি কাষ্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহের ৪ কর্ম দিবসে ভারতীয় ৯৪ ট্রাকে ২ হাজার ৩শ ১০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

এই বিভাগের আরো খবর