শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৯

স্কুলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন পাচ্ছে শিক্ষক প্রদীপ কুমার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৯  

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাজাপুর এসসি দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ কুমার রায়। ৪ বছর ধরে তিনি বিদ্যালয়ের অনুপস্থিত থেকেও ঠিক সময়ে বেতন-ভাতা তুলছেন। এ তথ্য জেনেও কোনো ব্যবস্থা নেয়নি উপজেলা শিক্ষকা অফিস।

কারণ তাঁর স্ত্রী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও তিনি নিজেও উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক। সম্প্রতি রাজাপুর এসসি দ্বি-মূকী উচ্চ বিদ্যালয় গিয়ে সহকার শিক্ষক প্রদীপ কুমার রায়কে প্রতিষ্ঠানে পাওযা যায়নি। হাজিরা খাতাতেও তার অতুপস্থিত কোনোও স্বাক্ষর পাওয়া যায়নি। প্রধান শিক্ষক তপন চন্দ্র রায় বলেন, প্রদীপ কুমার যে কর্মস্খলে হয়ে দায়িত্ব পালন করেন না এটা সবাই জানেন।

শিক্ষক অফিসকেও জানানো হয়েছে। কেউ কিছুই বলে না। আমি একা কী করব ? আমি কিছু করতে গেলে আমার ওপর চাপ আসবে। তাই সবার মতো আমি ও চুপ হয়ে আছি। প্রধান শিক্ষক আরো বলেন, ধমৃ শিক্ষক প্রদীপ কুমার রায় স্কুলে অনুপস্থিত থেকেও কিছুদিন পর পর এসে এক সঙ্গে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে যায় এবং সে তার বিষয়ে ক্লাস নিতে তার বদলি হিসাবে ৫ হাজার টাকা বেতন দিয়ে সঞ্চয় কুমার নামে এক ছেলেকে রেখেছে। না প্রকাশে অনিচ্ছুক এক সহকারি শিক্ষক বলেন, প্রদীপ কুমার রায় স্কুল তো ফাঁকি দেয়ই, সেটা বলতে গেলে হুমকি দেয়। তাই আমরা আর কিছু বলতে পারি না।

ওই স্কুল শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গছে, প্রদীপ স্যারকে আমরা স্কুলের কোনো ক্লাসে দেখিনা। তার বদলি ক্লাস নেন আমাদের সঞ্চয় স্যার। তবে প্রদীপ স্যার কিছুদিন পর পর স্কলে আসে কিন্তু দেখি আধা ঘন্টা সময় পরে আবার চলে যান। অভিযুক্ত প্রদীপ কুমার রায় বলেন, আর কিছুদিন পরে উপজেলা পলিষদের নির্বাচন।

এতদিন চলে গেলো কিছু নেই এ সময় কেন এমন হলো বুঝতেছিনা। নির্বাচনের আগে আমার সাথে কেউ চক্রান্ত করছে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুর হক জানান, স্কুলের শিক্ষকের ছুটির বিষয়টা প্রধান শিক্ষক দেখে আমরা তো দেখি ন্।া আমরা শুধু মনিটরিং করি। তবে ওই প্রধান শিক্ষককে আমি ডাকছি তার সাথে বসে সব আলোচনা করে বিষয়টা দেখবো। তিনি আরো বলেন, ঘটনা যদি সত্য হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থ্য গ্রহন করা হবে। ছবি আছে।

 

এই বিভাগের আরো খবর