শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬৬

সীমান্তে বিদেশি মদ-বিড়ির চালান জব্দ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৯  

সুনামগঞ্জের সীমান্তে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিড়ির চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁনপুরের সীমান্তগ্রাম রাজাই থেকে বিদেশি মদ ও অতিরিক্ত নিকোটিনযুক্ত বিড়ির চালান জব্দ করা হয়।

২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জ হেডকোয়ার্টার্স মিডিয়া সেল জানায়, ব্যাটালিয়নের তাহিরপুরের বড়দল উত্তর ইউনিয়নের সীমান্তগ্রাম রাজাই থেকে চাঁনপুর বিওপির বিজিবি টহল দল ৮৩ বোতল বিদেশি মদ ও ৪২ হাজার শলাকা (১৬৮০ প্যাকেট) আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাসির বিড়ি জব্দ করেছে।

এ ছাড়া একই দিন সকালে পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুরের চিনাকান্দি বিওপির বিজিবি টহল দল ধনপুর গুচ্ছগ্রাম থেকে ১৫ কেজি ভারতীয় সুপারি জব্দ করেছে। জব্দকৃত বিদেশি মদ, বিড়ি ও সুপারির আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা।

এই বিভাগের আরো খবর