বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ০৯ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮৪

সাবেক ক্রিকেটার এ এস এম ফারুকের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

গাজীপুর ব্যুরো

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০  

 

সাবেক ক্রিকেটার এ এস এম ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ছবি : সংগৃহীত
সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক ম্যানেজার এ এস এম ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

আজ বৃস্পতিবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

গতকাল বুধবার রাতে মারা যান সাবেক ক্রিকেটার ফারুক। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ঢাকা মোহামেডানের সাবেক অধিনায়ক ছিলেন। তাঁর নেতৃত্বে ১৯৭৭-৭৮ মৌসুমে প্রথম ঢাকা লিগের শিরোপা জিতেছিল মোহামেডান। ১৯৭৭ সালে ঢাকায় এমসিসির বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখে বাংলাদেশ। সে ম্যাচে খেলেছিলেন ফারুক। অবসর নেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন ফারুক। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটে তিনি বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার ছিলেন।

ফারুক আফ্রো-এশিয়া কাপ ২০০৭ চলাকালীন এশিয়া দলের নির্বাচক ছিলেন। বাংলাদেশের মোহাম্মদ রফিক, মাশরাফী বিন মোর্ত্তজা, আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল সেই ম্যাচে অংশ নিয়েছিলেন।

এই বিভাগের আরো খবর