শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯৮

ডেঙ্গু

সর্বাত্মক কার্যক্রম গ্রহণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ আগস্ট ২০১৯  

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সর্বাত্মক কার্যক্রম গ্রহণ করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক এমপি মন্ত্রণালয়ের মনিটরিং সেলের মাধ্যমে দেশের সামগ্রিক ডেঙ্গু পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষন করছেন। তিনি নিয়মিতভাবে ঢাকায় বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে আক্রান্ত রোগীদের খোঁজ খবর নিচ্ছেন এবং চিকিৎসকদের বিভিন্ন নির্দেশনা প্রদান করছেন। তিনি ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় ডাক্তার ও নার্সসহ যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সহজলভ্য করতে বিভিন্ন সরকারী হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। ঢাকার বাহিরে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহজতর করার লক্ষ্যে মন্ত্রীর নির্দেশে ঢাকা থেকে মেডিসিন ও শিশু বিশেষজ্ঞগণের সমন্বয়ে টিম গঠিত হয়। সে টিমগুলো ঢাকার বাহিরে অবস্থিত ১৩টি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ এবং আবাসিক মেডিকেল অফিসারসহ অন্যান্য চিকিত্সকদের সাথে ঢাকায় ডেঙ্গু রোগীদের চিকিৎসার ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা বিনিময় করেন।

এই বিভাগের আরো খবর