শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১১ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৬

সতীর্থরা খেলছেন মাঠে, টিভিতে দেখছেন তাসকিন

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২১ মে ২০২২  

মাঠে সতীর্থরা খেলছেন, আর ঘরে বসে টিভিতে তা দেখছেন পেসার তাসকিন আহমেদ। ব্যাপারটা বেশ পীড়াদায়ক হলেও ভাগ্যের এমন নিয়তি মেনে নিয়েছেন এই পেসার।

সম্প্রতি ইংল্যান্ড থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এসেছেন, পুনর্বাসন চলছে সেভাবেই। অগ্রগতি বেশ ইতিবাচক, তাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই তাসকিন ফিরতে চান বলে জানিয়েছেন সময় সংবাদকে। ফিট হয়ে জাতীয় দলে সব ফরম্যাটে খেলতে চান ‘ঢাকা এক্সপ্রেস’।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পেস বোলারদের মধ্যে সবচেয়ে সফল তাসকিন আহমেদ। দুর্ভাগ্যজনকভাবে ইনজুরির কারণে মাঠের বাইরে তিনি। সম্প্রতি ইংল্যান্ডে গিয়েছিলেন চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরেও এসেছেন। 
সময় সংবাদকে তাসকিন বলেন, ‘আল্লাহর রহমতে আগের থেকে উন্নতির দিকে আছি। ইংল্যান্ডে গিয়েছিলাম। সঙ্গে দেবাশীষ স্যারও ছিলেন। পুনর্বাসন চলছে। আগের থেকে ভালো আছি।’
তিনি বলেন, ‘কিছু করার নেই। এর চেয়েও ভালো সময় আসবে। অবশ্যই ভালো কিছু হবে। দ্রুত যাতে মাঠে ফিরতে পারি, দোয়া করবেন।’

কতদিন লাগতে পারে–জানতে চাইলে স্পিডস্টার বলেন, ‘আগামী সিরিজ আমার টার্গেট। এর আগেও সুস্থ হতে পারি। সময়ও লাগতে পারে। যেভাবে উন্নতি হচ্ছে, আশা করছি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে পারব।’ 
তাসকিন আরও বলেন, ‘বিভিন্ন ধরনের এক্সারসাইজ দেওয়া হয়েছে। ট্রিটমেন্ট তারা দেখছে। এক্সারসাইজ ফলো করছি। নিজ থেকে কিছুদিন পর বোলিং শুরু করব।’

সতীর্থরা মাঠে খেলছে, অথচ ইনজুরির কারণে খেলতে পারছেন না নিজে। তাসকিন বলেন, ‘খুব খারাপ লাগছে। টিভিতে দেখে মনে হচ্ছে যদি আমি খেলতে পারতাম। ঘরে বসে দেখতে খারাপ লাগে। স্বপ্ন অনেক বড়। দেশকে অনেক কিছু দিতে চাই। ইনজুরড হয়ে রেস্ট নিতে চাই না। ফিট থাকতে চাই। ভালো খেলতে চাই। সব ফরম্যাটে রেগুলার খেলতে চাই। বিসিবি চাইলে রেস্ট দেবে। নিজেকে সেভাবে ফিট করতে চাই, যেন সব খেলা খেলতে পারি।’

এই বিভাগের আরো খবর