শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯২

সংগ্রামের সম্পাদক ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের পর আদালতে

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯  

 

দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করায় এ মামলাটি করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার বিপ্লব তালুকদার দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আদালতে তাঁকে রিমান্ড চাইবে বলে জানিয়েছে পুলিশ। তবে কতদিনের রিমান্ড আবেদন করা হবে, সে বিষয়ে কোনো তথ্য এখনো জানা যায়নি।

৩৬ নম্বর ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল বাদী হয়ে আবুল আসাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলায় সংগ্রাম পত্রিকার সম্পাদকসহ ৭-৮ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

এই বিভাগের আরো খবর