শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৬

শ্রীলংকায় বোমা হামলার ঘটনায় বিশ্ব নেতাদের শোক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯  

 

শ্রীলংকায় সিরিজ বোমা হামলার ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নের্তৃবৃন্দ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে টুইটারে লিখেছেন, ‘এ ধরনের বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানাই’ তিনি আরও লিখেছেন, ‘শ্রীলংকার জনগণের সাথে ভারত একাত্মতার সাথে দাঁড়িয়েছে। এ ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য গভীর সমবেদনা প্রকাশ করছি। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি’।  

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ শ্রীলংকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলে টুইটারে জানিয়েছেন।

ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বলেছেন, ‘ইস্টার সানডে একটি শান্তিময় উৎসবের দিন। এ দিনে শ্রীলংকার গির্জায় এমন ভয়াবহ ঘটনায় আমি গভীরভাবে শোকাহত’।তিনি আরও বলেন, ‘এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের পক্ষ থেকেও শ্রীলংকায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে। 

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ শ্রীলংকায় বর্বরোচিত হামলায় তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘শ্রীলংকার সরকার ও জনগণের জন্য আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি। সেই সঙ্গে দুর্ঘটনায় হতাহতের পরিবারের প্রতিও এই শোক সামলানোর শক্তি কামনা করছি।’

পাকিস্তানের পররাষ্ট মন্ত্রনালয় থেকে শ্রীলংকার গির্জা ও হোটেলে ভয়াবহ বোমা হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে যেকোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পাকিস্তান সবসময় শ্রীলংকার পাশে থাকেবে এ কথাও বলা হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে টুইটারে লিখেছেন, ‘শ্রীলংকায় গির্জা এবং হোটেলে এমন সহিংসতার ঘটনা সত্যিই দুঃখজনক। এ ঘটনায় হতাহতের জন্য আমি গভীর সমবেদনা প্রকাশ করছি।’

ইস্টার সানডে উপলক্ষে রোববার সকালে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা প্রার্থনা করার সময় শ্রীলংকার রাজধানী কলম্বোর একটিসহ তিনটি গির্জায় বোমা বিস্ফোরণ ঘটে। একই সঙ্গে কলম্বোর তিনটি বিলাসবহুল পাঁচ তারকা হোটেলেও বোমা বিস্ফোরণ ঘটে। পুলিশ ও হাসপাতাল সু্ত্রে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত ১৫৬ জন নিহত ও দুই শতাধিক আহত হয়েছে। 
 

এই বিভাগের আরো খবর