শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৩

শেয়ারবাজারে দরপতন থামছে না

প্রকাশিত: ৭ মে ২০১৯  

দুই কার্যদিবসের পর আবার শেয়ারবাজারে দরপতন শুরু হয়েছে। এ সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ারবাজার অবস্থান ছিলো দীর্ঘ দেড় মাসের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন। যার পরিমাণ ছিলো ৫৩৫ কোটি ৯৫ লাখ টাকার। এর পর আবার সাবেক জায়গায় চলে আসছে শেয়ারবাজার। এ সপ্তাহের মঙ্গলবার পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে উভয় পুঁজিবাজারের লেনদেন। কমেছে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর। এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনেরও পরিমাণ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৮৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২২২ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬১ পয়েন্টে।
ডিএসইতে মঙ্গলবার টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ৫০ লাখ ৫৮ হাজার টাকার। যা গত কার্যদিবস থেকে ৩৪ কোটি টাকা কম। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৪৬৭ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার টাকা। মঙ্গলবার ডিএসইতে ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬ শতাংশ বা ৫৭টির, কমেছে ৭৬ শতাংশ বা ২৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮ শতাংশ বা ২৮টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২১৫ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

এই বিভাগের আরো খবর