শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪০

শেরপুরে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোর

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯  

শিক্ষার্থীদের মধ্যে ‘সততার আলো’ ছড়িয়ে দিতে বগুড়া শেরপুরে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে “সততা ষ্টোর” উদ্ধোধন করা হয়েছে। 
সোমবার (১৫ এপ্রিল) বিকেলে জামুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, শেরপুর টাউন কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শেরপুর টাউন কলোনী এ.জে উচ্চ বিদ্যালয়ে সততার শিক্ষা দিতে বিক্রেতাবিহীন ব্যবসা প্রতিষ্ঠান “সততা ষ্টোর” উদ্ধোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী,  মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম। এছাও উপস্থি ছিলেন, জামুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, শেরপুর টাউন কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নারগীস সুলতানা, শেরপুর টাউন বারোয়ারী এজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদিন্দ্রনাথ রায়, আব্দুল মান্নান, টিম নুরুল আলম, আঃ হামিদ আল বাসার, জেলহক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ ও সমাজসচেতন ব্যক্তিজীবন গঠন করতে সততার ভিত্তিতে নিজেকে গড়ে তুলতে হবে। সততাই সভ্য সমাজ সৃষ্টির মূল হাতিয়ার। এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রী বৃন্দ।
প্রসঙ্গত, ইতোমধ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর খোলা হয়েছে। এসব স্টোরে শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন পণ্য রাখা আছে। সেখান থেকে শিক্ষার্থীরা তার পছন্দমতো পণ্যটি কিনে বক্সে টাকা জমা রাখবে। শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত এসব সততা স্টোর প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীরা পরস্পরে সৎ হওয়ার প্রতিযোগিতা বাড়বে।

এই বিভাগের আরো খবর