শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮১

শুরুতেই চাপে বাংলাদেশ

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯  

ভারতের বিপক্ষে ইন্দোর টেস্টে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার ইমরুল কায়েস ও সাদমান ইসলাম। কিন্তু উইকেটে থিতু হতে পারেননি কেউই।

ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন ইমরুল। ফেরার আগে ১৮ বলে ৬ রান করেন তিনি। পরের ওভারে ইশান্ত শর্মার বলে কাটা পড়েন সাদমান। ২৪ বল খেলে তিনি করেন ৬ রান।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৩ রান। উইকেটে আছেন মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুন।

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি দিয়ে আজ বৃহস্পতিবার টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ।  ম্যাচটি দিয়ে প্রায় এক বছর পর বাংলাদেশ একাদশে ফিরেছেন ইমরুল কায়েস। বাঁহাতি এই ব্যাটসম্যানের সঙ্গে একাদশে সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিঠুনও।

কিন্তু ছন্দের খোঁজে থাকা মুস্তাফিজুর রহমানের জায়গা হয়নি টেস্ট একাদশে। সাত স্পেশালিস্ট ব্যাটসম্যান ও চার বোলার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। অভিষেকের অপেক্ষা বাড়ল তরুণ ওপেনার সাইফ হাসানেরও। অন্যদিকে তিন পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে ভারত।

ম্যাচটির মাধ্যমে বাংলাদেশের ১১তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে মুমিনুল হকের। আর অধিনায়ক হিসেবে প্রথম টস করতে নেমেই জিতেছেন তিনি। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। অন্যদিকে টি-টোয়েন্টিতে বিশ্রামে থাকা ভারতীয় অধিনায়ক কোহলি ফিরেছেন এই ম্যাচ দিয়ে।

চলতি বছর ১ আগস্ট অ্যাশেজের প্রথম টেস্ট দিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে টেস্ট র‍্যাংকিংয়ে সেরা ৯টি দল। আজ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যুগে প্রবেশ করেছে বাংলাদেশও।

এই প্রতিযোগিতায় অংশ নেওয়া ৯ দলের মধ্যে সাতটি দলেরই টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার অভিজ্ঞতা হয়েছে। অপেক্ষায় শুধু বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশের সে অপেক্ষা শেষ হয়েছে আজ। প্রতিপক্ষ ভারতের তুলনায় টেস্ট ক্রিকেটের এই নতুন ধারায় একেবারেই নবীন বাংলাদেশ। কেননা টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে ভারত। আর পাঁচ ম্যাচের সবকটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও কোহলিদের দখলে। তাতে নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী ও ইবাদত হোসেন।

ভারত একাদশ : রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও উমেশ যাদব।

এই বিভাগের আরো খবর