শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯৪

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি পারাপার সচল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৯  

ঘন কুয়াশার কারণে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ৬ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর বুধবার সকাল ১০ টার দিকে আবার সচল হয়েছে। এর আগে ভোর ৪ টার দিকে কুয়াশাচ্ছন্ন নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়া বুধবার সকাল ১০ টা পর্যন্ত এ নৌরুটের স্পিডবোট ও লঞ্চসহ অন্যান্য নৌযান পারাপার বন্ধ থাকে।

এসব তথ্য দিয়ে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম জানান, বুধবার ভোর ৪ টার দিকে নৌরুট ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে। এতে কর্তৃপক্ষ নৌরুটে ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেয়। এ সময় মাঝ পদ্মায় অর্ধ-শতাধিক যানবাহনসহ চারটি ফেরি নোঙরে থাকে।

নৌরুটে চলাচলরত বাকী ১১ টি ফেরি শিমুলিয়া ও কাঁঠালবাড়ি ঘাটে নোঙরে থাকে। দীর্ঘ সময় ফেরি পারাপার বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে ৪ শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে সকাল ১০ টার দিকে কুয়াশা কেটে গেলে নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।

 

এই বিভাগের আরো খবর