মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪   চৈত্র ৪ ১৪৩০   ০৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭১

শাল্লায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা

শাল্লা প্রতিনিধি-

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১  

জাতীয় পুষ্টি কার্যক্রমের সমন্বয়ক বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশের সিআইফরএন প্রকল্প সমাপ্ত হওয়ায় জাতীয় পুষ্টি কার্যক্রমের অংশ হিসেবে পরবর্তী সময়ে পুষ্টি কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে সুনামগঞ্জের শাল্লায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৩ জানুয়ারী বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মুক্তাদির হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ. কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল অফিসার মোঃ আলা উদ্দিন হোসেনের পরিচালনায় পরিচিতি পর্বের সাথে সাথে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্ঠা ও উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুব্দুল্লাহ আল মাহমুদের স্বাগত ব্যক্তব্যের মাধ্যমে সভার সূচনা হয়।

সভায় ২০১৯-২০ বছরে পুষ্টি পরিকল্পনার অগ্রগতি ও ২০২০-২১ বছরের পুষ্টি পরিকল্পনা প্রণয়নের উপর বিভিন্ন কার্যক্রম পাওয়ার পয়েন্টের মাধ্যমে সভায় উপস্থাপন করা হয়।

সভায় শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীপাল দাস মিল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. দিপু রঞ্জন দাস, অমিতা রাণী দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফেরদৌস আক্তার, কেয়ার বাংলাদেশ কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন প্রকল্পের সিনিয়র টেকনিক্যাল কো-র্ডিনেটর মোঃ হাফিজুল ইসলাম, টেকনিক্যাল ম্যানেজার মোঃ হাসানুজ্জামান, হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, শাল্লা ইউপি চেয়ারম্যান মোঃ জামান চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর কবির খান, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা মোঃ আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল আহম্মদ তালুকদার, সাংবাদিক শান্ত কুমার তালুকদার, আইবিএন’র প্রতিনিধি পীযুষ শেখর দাস, ৭১ বাংলার প্রতিনিধি বিপ্লব রায়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর