বুধবার   ১৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ৩ ১৪৩১   ০৮ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮২

শরীয়তপুরে মেয়েকে ইভটিজিং করায় ইভটিজিংকারীকে কুপিয়ে হত্যা করল বাবা

নূরুজ্জামান শেখ, শরীয়তপুর।

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯  

শরীয়তপুরের ডামুড্যায় মেয়ে সুমাইয়া আক্তার (১৫) - কে   ইভটিজিং করায় বাবা ইভটিজিংকারী মামুন (২২)- কে ধারালো ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করে।  গত ২১ অক্টোবর সন্ধা সাত ঘটিকার দিকে ডামুড্যা বড় নওগাঁ স্কুলের সামনে এই মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনা ঘটে। 

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা  ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে স্থায়ী ভাবে বসবাসরত খেটে খাওয়া দিন মজুরে শাহেব আলী মাল এর বড় মেয়ে সুমাইয়া আক্তার (১৫) নিজেকে সাবলম্বি করার জন্য তারই প্রতিবেশী জাহাঙ্গীর পরদানীয়ার মেয়ে লতা বেগমের কাছে দর্জীকাজ শিখে। ঐ একই এলাকায় বসবাসরত জলিল বেপারীর ছেলে মামুন বেপারী (২২) তিনি  মাদক সেবন কারী এবং বিভিন্ন মেয়েদের কে উত্তাক্ত কারী হিসাবে এলাকায় পরিচিতি লাভ করেছে। বখাটে মামুন মাদক সেবন সহ এলাকায় একাধিক অপকর্মেরসাথে জড়িতছিল স্হানীয় সুত্রে জানা গেছে।

গত ২১ অক্টোবর সন্ধা সাতটার দিকে সুমাইয়া আক্তার লতা বেগমের নিকট দর্জীর প্রশিক্ষন শেষে বাড়ি যাওয়ার পথে মাদক সেবন কারী মামুন সুমাইয়া আক্তার কে একা পেয়ে অসৎ উদ্দেশ্যে উত্তাক্ত করে এবং জোর করে গায়ের ওড়না কেরে নেয়। এই ইভটিজিং এর বিষয়টি সুমাইয়া আক্তার তার বাবা শাহেব আলী মাল কে জানালে শাহেব আলী মাল প্রতি বাদ করতে গেলে মাদক সেবন কারী মামুনের সাথে ডামুড্যা বড় নওগাঁ স্কুলের সামনে তর্ক হয়। তর্কের এক পর্যায় মামুন বডি দা দিয়ে হত্যার উদ্দেশ্যে জোরে কোপ মারলে শাহেব আলী বাম হাত দিয়ে ফেরালে বাম হাতের কনুইয়ের নিচে গভিরে রগ কেটে যায়। শাহেব আলী মাল নিজেকে বাঁচানোর জন্য ধারালো ছুরি দিয়ে মামুন কে কোপ দিলে পেটের ভিতরে ডেবে যায়।

এই ঘটনার বিষয়টি স্হানীয় লোকজন জেনে আহত অবস্হায় দুজনকেই ডামুড্যা উপজেলা সদর হাসপাতালে প্রেরন করে। ডামুড্যা সরকারি হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষনা করে এবং আহত শাহেব আলী মাল কে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরন করে।

এ বিষয়টি ডামুড্যা থানার পুলিশ জানলে তাৎক্ষণিকভাবে তাদের পুলিশ ফোর্স ডামুড্যা হাসপাতালে চলে আসে। এস আই মাহাবুব মামুনের মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠান।  খুনি শাহেব আলী মাল কে আহত অবস্হায় এস আই মাহাবুব তার নিজ হেফাজতে পুলিশ পিক্যাপে করে  এনে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। শাহেব আলী মাল শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাদিন অবস্হায় পুলিশ হেফাজতে   ভর্তি রয়েছে। ডামুড্যা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন ২২ অক্টোবর রাত সারে বারটার দিকে মৃত মামুনের বাবা জলিল বেপারী বাদি হয়ে ৩০২,৩৪ ধারায় একটি মামলা দায়ের করে।

এই বিভাগের আরো খবর