বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৪ ১৪৩১   ০৯ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৫

লালমনিরহাটে প্রকৌশলীকে লাঞ্ছিত

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯  

চাঁদা না পেয়ে এলজিইডির প্রকৌশলীকে মারধরের ঘটনায় লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি একেএম হুমায়ুন কবিরকে গ্রেফতার করেছে পুলিশ।  রোববার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গতকাল সন্ধ্যায় লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, লালমনিরহাট সদর থানা পুলিশের সহযোগিতায় হুমায়ুন কবীরকে গতকাল সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে তোলা হবে। এছাড়া তার আগের মামলার জামিন আদেশও বাতিল চাওয়া হবে।  
লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও লালমনিরহাট জেলা পরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম বলেন, এরই মধ্যে একেএম হুমায়ুন কবীরকে সহসভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।     
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন রাস্তার কাজ দেখতে যান উপসহকারী প্রকৌশলী জাকিরুল ইসলাম। এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা একেএম হুমায়ুন কবীর রাস্তার কাজ নিম্নমানের হচ্ছে অভিযোগ তুলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় প্রকৌশলী জাকিরুল ইসলাম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সহযোগীদের নিয়ে তার ওপর হামলা চালান একেএম হুমায়ুন কবীর। হামলায় একই অফিসের কার্যসহকারী আশরাফুল ইসলামও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার দিনই আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আহত প্রকৌশলী। পরে লিখিত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ।

এই বিভাগের আরো খবর