শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৬১

লাকসামে ছাত্রলীগ নেতা আহাদ মিজানের মৃত্যুবার্ষিকী পালন

মোজাম্মেল হক আলম :

প্রকাশিত: ২৯ জুলাই ২০২০  

কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শহীদ আবদুল আহাদ ও মিজানুর রহমানের ২২তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগের আয়োজনে আজ বুধবার (২৯ জুলাই) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। প্রতি বছরের ন্যায় ওই দুই নেতার মৃত্যুবার্ষিকীতে উপজেলা ছাত্রলীগ তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মিলাদ, কবর জেয়ারত ও কবরে পুস্পস্তবক অর্পণ করে।

এসময় উপজেলা ছাত্রলীগ সভাপতি শিহাব খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, উপ-অর্থ বিষয়ক সম্পাদক শিশির আহমেদ, সদস্য ইফতেখার অনিক, ন.ফ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক পায়েল কবীর, সহ-সভাপতি মহিন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ মানিক, আমিনুল ইসলাম তুষার, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মনির হোসেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক গোলাম রাব্বী, পৌর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আহমেদ, কান্দিরপাড় উত্তর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন সুজন, আজগরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হায়াতুন্নবী স্বাধীন, গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সচিব সায়েম কবির সৌরভ, উপজেলা ছাত্রলীগ নেতা নাজমুল হাসান তানিম প্রমুখ।

উল্লেখ্য: ১৯৯৮ সালের ২৮ জুলাই লাকসাম ন.ফ.স কলেজ অডিটরিয়ামে কলেজ ছাত্রলীগের এক সভায় জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আহত হন ছাত্রলীগ নেতা আহাদ ও মিজান। পরদিন ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ২৫ জন ছাত্রলীগ নেতাকর্মী গুরুতর আহত হয়।
 

এই বিভাগের আরো খবর